ইসকোর গোলে রেকর্ড স্পর্শ রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ইসকোর গোলে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৬১টি ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 07:12 AM
Updated : 11 May 2017, 01:41 PM

ভিসেন্তে কালদেরনে বুধবার ম্যাচের শুরুতেই সাউল নিগেস ও আন্তোনি গ্রিজমানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দিয়েগো সিমেওনের দল। আতলেতিকোর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাধ সাধেন অতিথি রিয়ালের মিডফিল্ডার ইসকো। বিরতির আগেই একটি গোল শোধ করেন তিনি।

এই গোলেই বায়ার্নের টানা গোল করার রেকর্ড স্পর্শ করার পাশাপাশি দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে পঞ্চদশ বারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলে রিয়াল।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এর আগে টানা ৬১ ম্যাচে গোল করার রেকর্ড গড়ে বুন্ডেসলিগার দল বায়ার্ন মিউনিখ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী রোববার স্প্যানিশ লিগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে গোল করতে পারলে রেকর্ডটি একার করে নেবে লা লিগার সবচেয়ে সফল দলটি।