লাল কার্ড থেকে শিক্ষা নেইমারের

মালাগার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার ঘটনা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 03:26 PM
Updated : 10 May 2017, 03:26 PM

ওই ম্যাচে বহিষ্কার হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ 'এল ক্লাসিকোয়' খেলতে পারেননি ব্রাজিলের এই ফরোয়ার্ড। ম্যাচটি ৩-২ গোলে জিতেছিল তার দল বার্সেলোনা।

গত মাসের শুরুর দিকে লিগে মালাগার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে ব্যঙ্গ করায় নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করে স্পেনের ফুটবল ফেডারেশন। ওই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা।

এ ব্যাপারে বিন স্পোর্টসকে নেইমার বলেন, "আমি নিজেই নিজের ক্ষতি করেছিলাম এবং যা ঘটেছিল তা থেকে আমি অনেক কিছু শিখেছি।"

"আমি মনে করি দ্বিতীয় হলুদ কার্ডটা ঠিক ছিল, এটা একটি ফাউল ছিল। বল দখলে নিতে আমি খুব কঠিনভাবে চেষ্টা করছিলাম। বহিষ্কার হওয়া নিয়ে আমি প্রতিবাদও করিনি, করেছিলাম প্রথম হলুদ কার্ড নিয়ে। সেটা দেখানো উচিত হয়নি- খেলার সঙ্গে এটার কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু আমি জানি যে, এটা থেকে আমার শিখতে হবে।"