আবারও নেদারল্যান্ডসের কোচ আটফোকাট

তৃতীয়বারের মতো নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডিক আটফোকাট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 12:27 PM
Updated : 9 May 2017, 12:27 PM

গত মাসে চলতি মৌসুম শেষে তুরস্কের ক্লাব ফেনারবাচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন অনেক দেশের জাতীয় দল ও ক্লাবে কোচিং করানো অভিজ্ঞ এই কোচ।

নেদারল্যান্ডস দলে ডেনি ব্লিন্টের স্থলাভিষিক্ত ৭০ বছর বয়সী আটফোকাটের সহকারী থাকবেন চেলসির সাবেক কোচ রুট খুলিট।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আটফোকাট ও খুলিটকে নিয়োগ করার কথা জানায় ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।

রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বুলগেরিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের ২-০ গোলে হারের পর পর চাকরি হারান ব্লিন্ট। ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে ‘এ’ গ্রুপে চতুর্থ স্থানে নেমে এসেছে দলটি। গত বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্সশিপের মূল পর্বে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি ডাচরা।

বেলজিয়াম, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও সার্বিয়ার সাবেক কোচ আটফোকাট এর আগে দুই মেয়াদে নেদারল্যান্ডস দলে দায়িত্ব পালন করেন। তার অধীনে ১৯৯৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে এবং ২০০৪ সালের ইউরোর সেমি-ফাইনালে উঠে দলটি।