ফেডারেশন কাপে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে আবাহনী-মোহামেডান

ফেডারেশন কাপে গ্রুপ পর্বে মোটামুটি কঠিন প্রতিপক্ষ পেয়েছে ঘরোয়া ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 10:53 AM
Updated : 9 May 2017, 10:53 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মঙ্গলবারের ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে ২০১৪-১৫ মৌসুমের রানার্সআপ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চ্যাম্পিয়নশিপ লিগের রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা সাইফ স্পোর্টিং ক্লাব।

গত লিগে ১২ দলের মধ্যে দশম হওয়া মোহামেডান ফেডারেশন কাপেও আলো ছড়াতে পারেনি। নিয়েছিল গ্রুপ পর্ব থেকে বিদায়। ২০০৯ সালে সর্বশেষ এই শিরোপা স্বাদ পাওয়া মোহামেডানের সঙ্গে ‘সি’ গ্রুপে আছে চট্টগ্রাম আবাহনী ও প্রতিযোগিতার গত আসরের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ।

‘বি’ গ্রুপে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, ২০১২ সালের সেরা শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে আছে নিষেধাজ্ঞা কাটিয়ে লিগে ফেরা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপে পড়েছে ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ ও বিজেএমসি।

চার গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে কোয়ার্টার-ফাইনাল।

সামনের প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে হওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্সআপ দল ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে। এছাড়া অংশ নেওয়ার জন্য ১২ দল পাবে ১ লাখ টাকা করে।