‘সেরা তিন স্ট্রাইকারের একজন হিগুয়াইন’

গনসালো হিগুয়াইনকে বিশ্বের তিন সেরা স্ট্রাইকারের একজন মনে করেন তার ইউভেন্তুস সতীর্থ জর্জো কিয়েল্লিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 10:13 AM
Updated : 9 May 2017, 10:13 AM

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় হিগুয়াইনের গোল এখন পর্যন্ত ৩২টি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে মোনাকোর বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে জোড়া গোল করেন আর্জেন্টিনার এই খেলোয়াড়।
 
তুরিনে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ১টায় ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
 
ইউভেন্তুসের ডিফেন্ডার কিয়েল্লিনি সতীর্থ হিগুয়াইনের প্রশংসা করে বলেন, “সে খুব পরিপূর্ণ একজন খেলোয়াড়। বিশ্বের সেরা তিন নম্বর নাইনের মধ্যে আছে সে।”
 
নাপোলির হয়ে তিন মৌসুম দারুণ খেলে চলতি মৌসুমে ইউভেন্তুস শিবিরে নাম লেখান হিগুয়াইন। ক্লাবটিতে প্রথম মৌসুমেই নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।
 
নাপোলির হয়ে ২০১৫-১৬ মৌসুমে ৩৮ গোল করেছিলেন হিগুয়াইন। ওই পারফরমেন্স ছাড়িয়ে যাওয়ার সময় এখনও আছে তার।