হিগুয়াইনের শেষ মুহূর্তের গোলে হার এড়াল ইউভেন্তুস

টানা ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জয়ের লক্ষ্যে থাকা ইউভেন্তুস ঘরের মাঠে হারতে বসেছিল। তবে তোরিনোর বিপক্ষে গনসালো হিগুয়াইনের শেষ মুহূর্তের গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2017, 10:55 AM
Updated : 7 May 2017, 10:55 AM

ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় সেরি আয় ঘরের মাঠে টানা ৩৩ ম্যাচ জয়ের পর থামল ইউভেন্তুসের রেকর্ড।

শনিবার রাতে ৫২তম মিনিটে সার্বিয়ার ফরোয়ার্ড আদেম লিয়াইচের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। যোগ করা সময়ে জোরালো নীচু শটে চলতি মৌসুমে নিজের ৩২তম গোলটি করে সমতা ফেরান আর্জেন্টিনার স্ট্রাইকার হিগুয়াইন।

তিন ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে ইউভেন্তুস। আল্লেগ্রির দলের পয়েন্ট ৩৫ ম্যাচে ৮৫, নাপোলির ৭৭। এক ম্যাচ কম খেলা রোমা ৭৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।