আমাকে শিস দেবেন না: রোনালদো

কদিন আগে বলা আর্তিটা আবারও জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো। আতলেতিকো মাদ্রিদের জালে হ্যাটট্রিক করার পর রিয়াল সমর্থকদের প্রতি অনুরোধ জানালেন-আমাকে শিস দেবেন না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 06:24 AM
Updated : 3 May 2017, 04:18 PM

গত মঙ্গলবার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল। দশম মিনিটে হেড করে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৩ ও ৮৬তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণের আনন্দে ডানা মেলেন রোনালদো।

এ ম্যাচে রোনালদো ছুঁয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চ্যাম্পিয়ন্স লিগে গড়া সর্বোচ্চ ৭ হ্যাটট্রিকের রেকর্ড। পা রেখেছেন প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির নকআউটপর্বে ৫০ গোলের মাইলফলকে। রিয়ালকে মুঠোভরে দেওয়া এবং নিজের অনেক পাওয়ার ম্যাচ শেষে রোনালদো সমর্থকদের কাছে আর্তিটা জানান।

“আমি আবারও বলছি, আমি শুধু চাই আপনারা আমাকে শিস দেবেন না। সবসময় আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের জালে হ্যাটট্রিকের পর সমর্থকদের প্রতি একই অনুরোধ করেছিলেন রোনালদো। ওই ম্যাচে হ্যাটট্রিক করার আগেও রিয়াল সমর্থকরা দুয়ো দেন পর্তুগিজ এই ফরোয়ার্ডকে।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে দলটির প্রায় সব সাফল্যের অন্যতম কারিগর রোনালদো। ক্লাবের ইতিহাসের সেরা গোলদাতাও তিনি। তারপরও মাঝে মাধ্যেই সমর্থকদের দুয়ো শুনতে হয় তাকে।

সমর্থকদের প্রতি অনুরোধ জানানোর পর মেগার সঙ্গে আলাপচারিতায় আতলেতিকোর বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেন রোনালদো।

“দল ছিল অসাধারণ, বিস্ময়কর। আমার পালা (দায়িত্ব) ছিল গোল করার। এটা ছিল নিখুঁত একটা ম্যাচ।”

কোচ জিনেদিন জিদানের মতো ফিরতি লেগ নিয়ে ভাবনার কথাও জানান রোনালদো।

“আমাদের ভালো একটা সুযোগ আছে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। আতলেতিকো খুবই ভালো দল; আগামী বুধবারের ফিরতি লেগের ম্যাচ নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।”