মেসির রেকর্ডে ভাগ রোনালদোর

আতলেতিকো মাদ্রিদের জালে হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সঙ্গে দারুণ এক মাইলফলকও ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 05:49 AM
Updated : 3 May 2017, 04:17 PM

গত মঙ্গলবার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রোনালদোর নৈপুণ্যে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল।

দশম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৩ ও ৮৬তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণের আনন্দে ডানা মেলেন রোনালদো। ছুঁয়ে ফেলেন চ্যাম্পিয়ন্স লিগে মেসির গড়া সর্বোচ্চ ৭ হ্যাটট্রিকের রেকর্ড।

আগে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এবার প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির নকআউটপর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। নকআউটপর্বে রোনালদোর মোট গোল ৫২টি।

এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে রোনালদোর চেয়ে বেশি গোল আর কারো নেই (১৩টি)। এই ১৩ গোলের ১০টি তিনি করেছেন রিয়ালের জার্সিতে, ৩টি সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।