রিয়ালের ‘যুদ্ধ জয়’ বাকি

ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে পাওয়া বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু দলটির ডিফেন্ডার রাফায়েল ভারানে সতীর্থদের সতর্ক করেছেন ‘যুদ্ধ জয়’ বাকি থাকার কথা বলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 05:37 AM
Updated : 3 May 2017, 04:18 PM

গত মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল। দশম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৩ ও ৮৬তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

জয়ের উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে কোচ জিনেদিন জিদানের মতো সতীর্থদের মাটিতে পা রাখার পরামর্শও দেন ভারানে।

“আমরা ফল নিয়ে খুশি। আমরা কোনো গোল হজম করিনি; চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্বে যেটা গুরুত্বপূর্ণ। আমরা লড়াই জিতেছি কিন্তু যুদ্ধে জিতিনি।”

হ্যাটট্রিক করা সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন ভারানে।

“আমরা  সবাই কঠোর পরিশ্রম করেছি এবং ক্রিস্তিয়ানো রোনালদো ছিল দুর্দান্ত। বড় ম্যাচে সে সবসময়ই পার্থক্য গড়ে দেয়।”

আগামী বুধবার আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে হবে ফিরতি লেগ।