নিসের কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল পিএসজি

নিসের মাঠে হেরে ফরাসি লিগ ওয়ানের শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে পিএসজি। আর বর্তমান চ্যাম্পিয়নদের পরাজয়ে শিরোপা জয়ের পথটা সহজ হয়েছে মোনাকোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2017, 09:46 AM
Updated : 1 May 2017, 09:47 AM

নিসের বিপক্ষে রোববার ৩-১ গোলে হারে ম্যাচের শেষ দিকে ৯ জনের দলে পরিণত হওয়া পিএসজি। লিগে টানা আট জয়ের পর হারলো দলটি।

পিএসজি হেরে যাওয়ায় ১৭ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে মোনাকো। নিজেদের শেষ চার ম্যাচে ৭ পয়েন্ট পেলে আর কোনো হিসাব ছাড়াই ২০০০ সালের পর ফরাসি চ্যাম্পিয়নের মুকুট পরবে দলটি।

২৬তম মিনিটে মারিও বালোতেল্লির গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগালের ডিফেন্ডার রিকার্দো পেরেইরা। ৬৪তম মিনিটে মার্কিনিয়োস একটি গোল শোধ করেন। যোগ করা সময়ে জয় নিশ্চিত করা গোলটি করেন আনাস্তাসিওস জোনিস।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলের মিডফিল্ডার চিয়াগো মোত্তা। আর যোগ করা সময়ে আর্জেন্টিনার তারকা আনহেল দি মারিয়াকেও সরাসরি লাল কার্ড দেখান রেফারি। 

৩৫ ম্যাচে পিএসজির পয়েন্ট এখন ৮০। তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা মোনোকো। ৩৫ ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিস।