ভলফসবুর্গকে উড়িয়ে রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন

বুন্ডেসলিগায় রেকর্ড টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ভলফসবুর্গকে উড়িয়ে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা ঘরে তুলেছে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 10:38 PM
Updated : 29 April 2017, 10:41 PM

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৬-০ গোলে জিতে শিরোপা উৎসবে মেতে ওঠে বায়ার্ন। জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। একটি করে গোল করেন দাভিদ আলাবা, আরিয়েন রবেন, টমাস মুলার ও জসুয়া কিমিচ।

ক্লাবের ইতিহাসে এটা তাদের ২৭তম লিগ শিরোপা। আরও একবার পুরো মৌসুমে আধিপত্য বিস্তার করেই শিরোপা ঘরে তুলল বায়ার্ন। এ মৌসুমে লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে তারা। জিতেছে ২২টি, সাতটি ড্র।

৩১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৩। সমান ম্যাচে লাইপজিগের পয়েন্ট ৬৩।

এবারের শিরোপা জয়ের পথচলায় আক্রমণভাগ ও রক্ষণে দারুণ সফল ছিল বায়ার্ন। এ পর্যন্ত সর্বোচ্চ ৭৯টি গোল করেছে তারা। বিপরীতে খেয়েছেও সব দলের মধ্যে সবচেয়ে কম, মাত্র ১৭টি।

দলের রেকর্ড শিরোপা জয়ের পথে কোচ আনচেলত্তিও গড়েছেন দারুণ এক কীর্তি। প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটি জিতলেন এই ইতালিয়ান। এর আগে এসি মিলানের হয়ে সেরি আ, চেলসির হয়ে প্রিমিয়ার লিগ ও পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ান জিতেছেন।