এবার নড়াইলের জালে ৪৩ গোল জিমিদের!

গাজীপুর জেলার পর এবার নড়াইল জেলাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে নড়াইলকে ৪৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জিমিরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 01:55 PM
Updated : 29 April 2017, 01:55 PM

গাজীপুরকে ৩১-০ গোলে গুঁড়িয়ে দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল নৌবাহিনী।

বাংলাদেশ হকি ফেডারেশন শনিবার বিজ্ঞপ্তিতে জানায়, মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নৌবাহিনীর জয়ে দ্বীন ইসলাম ইমন সর্বোচ্চ ৯ গোল করেন। কৃষ্ণ ‍কুমার ৭টি ও রিমন কুমার ঘোষ ৫টি গোল দেন।

নড়াইলের জালে হ্যাটট্রিক করেছেন নৌবাহিনীর তিন জন। এদের মধ্যে ফজলে হোসেন রাব্বি হ্যাটট্রিকসহ ৫টি, রোমান সরকার হ্যাটট্রিকসহ ৪টি ও ইমরান হাসান পিন্টু ৩ গোল করেন। ৩টি করে গোল দিয়েছেন মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি এক গোল করেন।

বড় জয় পেয়েছে বিমান বাহিনীও। ২৭-০ গোলে খুলনা জেলাকে হারিয়েছে তারা। জয়ী দলের শামিম মিয়া ৬টি, প্রসেনজিত ৪টি, আশিক মাহমুদ ৪টি, সাদ্দাম ৩টি, মুকিতুল ৩টি গোল করেন। এছাড়া ২টি করে গোল দেন বিল্লাল হোসেন, মনির হোসেন ও নাজমুল হাসান। এক গোল করেন কৌশিকুর রহমান।

অন্য খেলায় রাজশাহী জেলাকে ২-১ ব্যবধানে হারিয়েছে পটুয়াখালী জেলা আর মেহেরপুর জেলাকে ৬-১ ব্যবধানে হারিয়েছে গাজীপুর জেলা।