বড় স্বপ্ন নিয়ে দল গোছাল নবাগত সাইফ স্পোর্টিং

প্রথমবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে এসেই রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে উঠে এসেছে সাইফ স্পোর্টিং। এবার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণের পালা। নবাগত এই দলটিও ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগে চমক উপহার দেওয়ার বড় স্বপ্ন নিয়ে দল গুছিয়ে নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 12:54 PM
Updated : 29 April 2017, 12:54 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে শনিবার ২৭ জন ফুটবলার নিয়ে দল গুছিয়েছে সাইফ স্পোর্টিং। দলটির মিডফিল্ডে আছে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূইয়ার মতো নির্ভরযোগ্য খেলোয়াড়। মাঝ মাঠের শক্তি বাড়াতে কলম্বিয়ার আন্দ্রেস দেইনারকে নিয়ে এসেছে তারা।

গত মৌসুমে আবাহনীর ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ জয়ে দারুণ অবদান রাখা ফরোয়ার্ড জুয়েল রানা, ডিফেন্ডার তপু বর্মনকে আগেই দলে টেনেছিল তারা। গত লিগে চার গোল করা জুয়েলের সঙ্গে দলটির আক্রমণভাগে রয়েছে চ্যাম্পিয়নশিপ লিগে তিন গোল করা মতিন মিয়া।

আক্রমণভাগের শক্তি বাড়াতে কলম্বিয়ার এম্বের আর্লে বেলেনসিয়া ও ক্যামেরুনের বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের খেলোয়াড় আলভি ফকু ফোপাকে দলে টেনেছে সাইফ স্পোর্টিং।

আগামী ১২মে ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু করবে সাইফ স্পোর্টিং। এ লক্ষ্যে এরই মধ্যে ঘানার বংশোদ্ভূত ইংলিশ কোচ কিম্বারলি টাইরন গ্র্যান্টকে নিয়োগ দিয়েছে প্রথমবারের মতো লিগে খেলার টিকেট পাওয়া দলটি।

চ্যাম্পিয়নশিপ লিগে একমাত্র অপরাজিত থাকা সাইফ স্পোর্টিংকে নিয়ে আশাবাদী জামাল ভূইয়া। ফেডারেশন কাপ, লিগে চমক উপহার দেওয়ার মতো দল সাইফ গড়েছে বলেও বিশ্বাস জাতীয় দলের এই মিডফিল্ডারের।

“আমরা প্রথমে ফেডারেশন কাপ জিততে চাই। লিগে আমাদের এক নম্বর হওয়ার সামর্থ্য আছে। আমি আবাহনী, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব সম্পর্কে জানি। মোহামেডানও অনেক অভিজ্ঞ দল। তবে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আমাদের দলেও নেওয়া হয়েছে।”

“আমরা সব ট্রফি জিততে চাই। সবাইকে অবাক করে দিতে চাই। এই দল চ্যাম্পিয়নশিপ লিগে ভাল খেলেছে। সামনেও ধারাবাহিকতা ধরে রাখবে আশা করি।”

গোলকিপার: সাদ্দাম হোসেন, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন, সাইফুল ইসলাম।

ডিফেন্ডার: রিয়াদুল হোসেন রাফি, জহুরুল ইসলাম, সৈকত রাসেল, ইমরান হাসান, শাকিল আহমেদ, তপু বর্মন, আরিফুল ইসলাম, রহমত মিয়া।

মিডফিল্ডার: সাজ্জাদ হোসেন, কবিরুল ইসলাম, মোহাম্মদ স্বাধীন, শাহরিয়ার লিঙ্কন, আল আমিন হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূইয়া, আন্দ্রেস দেইনার।      

ফরোয়ার্ড: রহিম উদ্দিন, মতিন মিয়া, সাজিদুর রহমান, জুয়েল রানা, এম্বের আর্লেই বেলেনসিয়া, আলভি ফোকু ফোপা।