আতালান্তার মাঠে হোঁচট ইউভেন্তুসের

আতালান্তার মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে সেরি আর শীর্ষে থাকা ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 04:43 AM
Updated : 29 April 2017, 04:43 AM

শুক্রবার রাতে আতালান্তার মাঠে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

টেবিলের শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট এখন ৩৪ ম্যাচে ৮৪। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৭৫।

ম্যাচের ৪৫তম মিনিটে ডিফেন্ডার আন্দ্রে কন্তির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফেরার পঞ্চম মিনিটে লিওনার্দো স্পিনাৎসলার আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউভেন্তুস।

গত অগাষ্টে সেরি আ চ্যাম্পিয়ন দলটি থেকে আতালান্তায় ধারে খেলতে গিয়েছিলেন ইতালির এই মিডফিল্ডার।

ম্যাচের ৮৩তম মিনিটে দানি আলভেস গোল করার পর মনে হচ্ছিল জয় পেতে যাচ্ছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। তখনও বাকি শেষের নাটকীয়তার।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে রেমো ফয়লার গোলে ড্র নিয়েই ফিরতে হয় ইউভেন্তুসকে।

টেবিলের পঞ্চম স্থানের দল আতালান্তার বিপক্ষে দুটি গোল খাওয়া মানতে পারছেন না ইউভেন্তুস কোচ আল্লেগ্রি। রক্ষণে শক্তিশালী দলটি চলতি লিগে এখন পর্যন্ত ২২টি গোল হজম করেছে মাত্র।

আল্লেগ্রি বলেন, “ভুল করার পর আমরা দুটি গোল হজম করেছি, এই ধরনের ভুলগুলো করা উচিত না। কিন্তু ছেলেরা তো মানুষ।”