ইসকোর ‘ক্যারিয়ার সেরা’ সময়

দারুণ ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের ইসকো। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে দলের বিশাল জয়ে অবদান রেখেছেন। বার্সেলোনার কাছে হারা ম্যাচেও একটি গোল করেন এই মিডফিল্ডার। সময়টাকে নিজের ক্যারিয়ারের সেরা হিসেবে মনে করছেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 11:00 AM
Updated : 27 April 2017, 11:00 AM

বুধবার দেপোর্তিভোর মাঠে ৬-২ গোলের বিশাল জয়ে দ্যুতি ছড়িয়েছেন ইসকো। নিজে করেছেন একটি গোল, করিয়েছেন আরও একটি।

ছন্দে থাকা রিয়ালের মাঝ মাঠের এই তারকা বলেন, “এটা আমার (সেরা ফর্ম) হতে পারে, আমি খুবই স্বচ্ছন্দে খেলছি এবং এই খেলোয়াড়দের সঙ্গে সবকিছুই অনেক সহজ, সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি খুবই খুশি।”

ক্রিস্তিয়ানো রোনালদো-টনি ক্রুস বিশ্রামে, সের্হিও রামোস নিষিদ্ধ, চোট পেয়ে মাঠের বাইরে গ্যারেথ বেল। বেনজেমাকেও বেঞ্চে রাখেন জিদান। তবে বিকল্প খেলোয়াড়রা ছন্দে থাকায় দেপোর্তিভোর বিপক্ষে জয় পেতে বেগ পায়নি রিয়াল।

“এমন ২৩ খেলোয়াড় পাওয়াটা দারুণ, যাদের সবাই ম্যাচ শুরু করতে পারে। আপনারা এটা দেখতে পারেন যখন ম্যাচে দলের খেলোয়াড় পাল্টায়।… রিয়াল মাদ্রিদ দল বিশ্বের অন্যতম সেরা দল।”

“সত্যি, আমি এখানে সুখী এবং এই দলের সঙ্গে থাকলে সবকিছু সহজ হয়ে আসে। ব্যাপারগুলো যেভাবে যাচ্ছে তাতে আমি রোমাঞ্চিত।”