জয় দিয়ে চীন সফর শেষ কৃষ্ণাদের

জয় দিয়ে চীন সফর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল। নিজেদের পঞ্চম ম্যাচে কৃষ্ণা-সানজিদারা স্বাগতিকদের অনূর্ধ্ব-১৪ দলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 01:34 PM
Updated : 26 April 2017, 01:34 PM

সফরের পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। চীনের অনূর্ধ্ব-১৪ দলের কাছে ১-০ গোলে হেরে সফর শুরু করা কৃষ্ণারা তাদের সঙ্গে তৃতীয় প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে।

শানশি প্রদেশের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে কৃষ্ণাদের জয় যথাক্রমে ৪-০ ও ৩-০ ব্যবধানের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, শিয়ানের অলিম্পিক স্পোর্টস ভিলেজে দলের জয়ে সিরাত জাহান স্বপ্না দুটি ও মনিকা চাকমা একটি গোল করেন।

অষ্টম মিনিটে রত্নার বাড়ানো বলে স্বপ্নার গোলে এগিয়ে যায় মেয়েরা। ২৩তম মিনিটে সানজিদা খাতুনের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ডই। ৪৫তম মিনিটে ভালো সুযোগটি নষ্ট না করলে হ্যাটট্রিক পেয়ে যেতেন স্বপ্না।

৮৭তম মিনিটে মনিকা স্কোরলাইন ৩-০ করেন। শেষ দিকে চীনের দলটি ব্যবধান কমায়।

আগামী সেপ্টেম্বরের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে চীন সফরে যায় বাংলাদেশ।