সাউথ্যাম্পটনকে হারিয়ে শিরোপার আরও কাছে চেলসি

সাউথ্যাম্পটনকে হারিয়ে শিরোপা সম্ভাবনা উজ্জ্বল রেখেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে গেছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 03:20 AM
Updated : 26 April 2017, 11:22 AM

স্ট্যামফোর্ড ব্রিজে ৪-২ গোলের এই দারুণ জয়ে জোড়া গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কস্তা। অপর গোল দুটি এডেন হ্যাজার্ড আর অধিনায়ক গ্যারি ক্যাহিলের।

গত শনিবার ওয়েম্বলিতে টটেনহ্যামকে একই ব্যবধান হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠে ডাবল জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখে চেলসি।

মঙ্গলবার রাতে ম্যাচের পঞ্চম মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে কস্তার কাট ব্যাকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান হ্যাজার্ড।

২৪তম মিনিটে গাব্বিয়াদিনির শট গোলরক্ষক থিবো করতোয়া ঠেকালে বল পেয়ে কাছ থেকে ফাঁকা জালে পাঠিয়ে সমতা ফেরান অরিয়েল রমেয়ু।

বিরতির ঠিক আগ ডি-বক্সের জটলা থেকে হেড করে আবার চেলসিকে এগিয়ে দেন ক্যাহিল।

৫৩তম মিনিটে ফাব্রেগাসের নিঁখুত ক্রসে হেড করে ব্যবধান বাড়ানোর পর নির্ধারিত সময়ের এক মিনিট আগে হ্যাজার্ডের সঙ্গে বল দেওয়া নেওয়া করে নীচু শটে চেলসির জয় নিশ্চিত করেন কস্তা।

যোগ করা সময়ে রায়ান বারট্র্যান্ডের গোলে ব্যবধান কমাতে পারে কেবল সাউথ্যাম্পটন।।

পাঁচ ম্যাচ হাতে রেখে ৭৮ পয়েন্ট চেলসির। এর চারটিতে জিতলেই প্রথম মৌসুমেই দলকে শিরোপা এনে দিতে পারবেন কোন্তে।

৩২ ম্যাচে ৭১ পয়েন্ট পাওয়া টটেনহ্যামের ট্রফিতে হাত ছোঁয়াতে হলে নিজেদের সব ম্যাচ জিতেও অপেক্ষায় থাকতে হবে চেলসির দুই বার হোঁচট খাওয়ার।