অনূর্ধ্ব-১৮ ফুটবল: সিলেট, সাতক্ষীরা, রাজশাহী, বিকেএসপির জয়

অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে বড় জয় পেয়েছে সাতক্ষীরা, সিলেট জেলা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 04:39 PM
Updated : 25 April 2017, 04:39 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার জানায়, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বরিশাল জেলাকে ৩-০ ব্যবধানে হারায় সাতক্ষীরা। ৫৭তম মিনিটে রাশেদের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া সাতক্ষীরার হয়ে পরে ব্যবধান বাড়ানো গোল দুটি করেন শাহাজাদা ও বাবুল।

একই ভেন্যুতে রায়হানের হ্যাটট্রিকে চট্টগ্রামকে ৩-০ গোলে হারায় সিলেট। ৪২তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৪৭ ও ৫৩তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন রায়হান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রংপুরকে মুরাদ সরকার ও মোহাম্মদ সামাবুদ্দিনের গোলে ২-০ ব্যবধানে হারায় রাজশাহী।

একই ভেন্যুতে ঢাকা জেলার বিপক্ষে ৪-২ ব্যবধানে জেতে বিকেএসপি।

মিরাজ হোসেনের জোড়া গোল ও রাশেদুল ইসলামের লক্ষ্যভেদে স্কোরলাইন ৩-০ করে নেয় বিকেএসপি।

৩৪তম মিনিটে সাইফ শাহরিয়ার ঢাকাকে ম্যাচে ফেরান। ৬১তম মিনিটে আমিনুল হকের গোলে আবার তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় বিকেএসপি।

৭৩তম মিনিটে ইমন মোল্লার গোলটি কেবল ঢাকার হারের ব্যবধান কমিয়েছে।