চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে অনিশ্চিত বেল

লা লিগায় বার্সেলোনার কাছে হারার সঙ্গে একটি দুঃসংবাদও শুনতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ফের চোটে পড়েছেন দলটির তারকা গ্যারেথ বেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 03:40 PM
Updated : 25 April 2017, 03:40 PM

কাফের চোট পেয়ে তিন সপ্তাহের পর্যন্ত এই উইঙ্গারকে মাঠের বাইরে থাকতে হবে বলে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে।  

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন বেল। এই কারনে লিগে স্পোর্তিং গিহন ও বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগে খেলতে পারেননি ওয়েলসের এই ফুটবলার।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববারের ম্যাচে রিয়ালের শুরুর একাদশেই খেলতে দেখা যায় বেলকে। যদিও আক্রমণভাগের এই খেলোয়াড়কে খুব বেশি সময় খেলাতে পারেননি জিদান। কাফের সমস্যা আবারও দেখা দেওয়ায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই বেলের বদলি নামাতে হয় তাকে।        

এই চোটে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের দুই লেগেই নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বেলের খেলা এখন অনিশ্চিত।

জিদান জানালেন, বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচে খেলার জন্য পুরো সুস্থ ছিলেন বেল।

লিগে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার ফরাসি এই কোচ সংবাদ সম্মেলনে বলেন, “বেল ১০০ শতাংশ সুস্থ ছিল। সে আমাকে বলেছিল যে সে ১০০ শতাংশ ফিট। ম্যাচটির আগে দুটি অনুশীলন সেশনে সে ভালো ছিল। আমরা এটা (চোট পাওয়া) এড়াতে পারি না।"

“চোট পাওয়ার ঘটনা ঘটে, এটা একজন খেলোয়াড়ের জীবনের অংশ। এটা নিয়ে কেউ কিছু করতে পারে না। আমি আশা করছি, মৌসুম শেষ হওয়ার আগেই সে ফিরে আসবে।”