ক্লাসিকো জয়ে শিরোপার পথে এগিয়েছে বার্সা: মেসি

জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে হারানোর পর লিওনেল মেসির দাবি, এ জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 04:38 PM
Updated : 24 April 2017, 04:42 PM

রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-২ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলে জোড়া গোল করেন মেসি। কাতালান ক্লাবটির অন্য গোলটি ইভান রাকিতিচের।

ক্লাব ফুটবলে ৫০০তম গোলের মাইলফলকে পৌঁছা মেসি সোমবার ফেইসবুকে লেখেন, “লা লিগা শিরোপা লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে একটা জয়ের লক্ষ্যে আমরা বের্নাবেউয়ে গিয়েছিলাম। অবশ্য এখনও অনেকটা পথ বাকি, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটা ধাপ এগুনোর আনন্দ নিয়ে ফিরেছি।”

এবারের লিগে সর্বোচ্চ ৩১টি গোল করেছেন মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল ৪৭টি।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা। তবে নিজেদের শেষ ছয় ম্যাচে ২ পয়েন্টের বেশি না হারালেই অন্য কারও উপর নির্ভর না করে ২০১২ সালের পর প্রথম লিগ শিরোপার স্বাদ পাবে রিয়াল।

আগামী বুধবার লিগের পরের রাউন্ডে ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে খেলবে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া বার্সেলোনা। একই দিনে দেপোর্তিভো লা করুনার মাঠে খেলতে নামবে জিনেদিন জিদানের দল।