‘ইতিহাসের সেরা’ মেসিকে সুয়ারেসের অভিনন্দন

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে বার্সেলোনাকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেওয়ার পাশাপাশি ইতিহাস গড়া লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় বলেছেন লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 01:03 PM
Updated : 24 April 2017, 01:43 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বরাবরই সফল মেসি। রোববার রাতে জোড়া গোল করে দলকে জেতান আবারও। শেষ মুহূর্তের জয়সূচক গোলটিতে বার্সেলোনার জার্সিতে স্পর্শ করেন পাঁচশ গোলের অনন্য মাইলফলক।

মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় রিয়ালকে ৩-২ গোলে হারানোর পর টুইটারে মেসির সঙ্গে নিজের একটি ছবি দিয়ে সুয়ারেস লিখেন, “ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে। আমার বন্ধুকে অভিনন্দন।”

“দল দারুণ খেলেছে। সবার পারফরম্যান্স ছিল চমৎকার।”

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ লুইস এনরিকেও মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় বলে উচ্ছ্বসিত প্রসংসা করেন।

“আমি অনেক ফুটবল দেখেছি; অনেক ভিডিও দেখেছি; খেলাটির ইতিহাসে সে সেরা খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দেয় এবং নিজেদের একজন হিসেবে তাকে পাওয়াটা বার্সেলোনার সব সমর্থকদের জন্য অনেক আনন্দের।”

চলতি মৌসুমে ৩১ গোল করে লিগের গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার মোট গোল হলো ৪৭টি।

দারুণ এই জয়ে রিয়ালকে পিছনে ঠেলে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। দুই দলের পয়েন্টই সমান ৭৫, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে এক ম্যাচ বেশি খেলা এনরিকের দল।