চীনে বাংলাদেশের মেয়েদের বড় জয়

চীন সফরে দ্বিতীয় ম্যাচে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল। শানশি প্রদেশের অনূর্ধ্ব-১৫ দলকে ৪-১ গোলে হারিয়েছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 05:16 PM
Updated : 23 April 2017, 05:17 PM

নিজেদের প্রথম প্রীতি ম্যাচে চীনের অনূর্ধ্ব-১৪ দলের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে চীন সফর করছে মেয়েরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, অষ্টম মিনিটে মার্জিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩২তম মিনিটে কৃষ্ণা রানী সরকারের বাড়ানো বলে মিডফিল্ডার তহুরা খাতুনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

এরপর সানজিদা খাতুনের বাড়ানো বল থেকে স্কোরলাইন ৩-০ করেন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। ৮৪তম মিনিটে লিও শিয়েমেইয়ের গোলে ব্যবধান কমে।

ম্যাচের শেষ দিকে সুলতানার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই সফরে নিজেদের তৃতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার আবার চীনের অনূর্ধ্ব-১৪ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।