লন্ডন ম্যারাথনে কিটানির বিশ্ব রেকর্ড

শুধু মেয়েদের ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েছেন ম্যারি কিটানি। রোববার লন্ডন ম্যারাথনের তৃতীয় সোনা জিততে দুই ঘণ্টা ১৭ মিনিট ১ সেকেন্ড সময় নেন কেনিয়ার এই দৌড়বিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 01:01 PM
Updated : 23 April 2017, 01:01 PM

২০০৫ সাল থেকে রেকর্ডটির মালিক ছিলেন ব্রিটেনের পলা র‌্যাডক্লিফ। তার চেয়ে ৪১ সেকেন্ড কম সময় নিয়ে দৌড় শেষ করেছেন কিটানি।

তবে সব মিলিয়ে মেয়েদের রেকর্ডটা এখনও র‌্যাডক্লিফের। ২০০৩ সালে লন্ডন ম্যারাথনে পুরুষ-মহিলার মিশ্র রেসে ২ ঘণ্টা ১৫.২৫ মিনিট সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন্স মেয়েদের দুটি ম্যারাথন রেকর্ডের স্বীকৃতি দিয়ে থাকে। একটি হলো পুরুষ-মহিলা মিলিয়ে এবং অন্যটি শুধু মেয়েদের দৌড়।

ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা ৫৬ সেকেন্ড বেশি সময় নিয়ে লন্ডন ম্যারাথনে দ্বিতীয় হয়েছেন।