শেষ চারে মুখোমুখি রিয়াল-আতলেতিকো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে মুখোমুখি হবে গতবারের ফাইনালের দুই দল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 10:57 AM
Updated : 22 April 2017, 05:32 AM

শেষ চারের অন্য ম্যাচে ফ্রান্সের ক্লাব মোনাকোর বিপক্ষে খেলবে সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।

সেমি-ফাইনালের প্রথম লেগ হবে ২ ও ৩ মে। ফিরতি লেগ হবে তার পরের সপ্তাহে। আগামী ৩ জুন কার্ডিফে হবে এবারের ফাইনাল।

গত মৌসুমের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জিনেদিন জিদানের দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়ার হাতছানি এখন রিয়ালের সামনে।

২০১৩-১৪ আসরের ফাইনালেও রিয়ালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দিয়েগো সিমেওনের দল আতলেতিকোর। পরের আসরে কোয়ার্টার-ফাইনালে রিয়ালের কাছে হেরে বিদায় নেয় আতলেতিকো।

টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে মাদ্রিদের দুই দল।

সর্বোচ্চ ১১ বারের চ্যাম্পিয়ন রিয়াল এবার কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারায়।

এখন পর্যন্ত ইউরোপ সেরার প্রতিযোগিতায় শিরোপা জিততে না পারা আতলেতিকো লেস্টার সিটিকে হারিয়ে শেষ চারে উঠে আসে। গত তিন আসরে দুই বারসহ মোট তিনবার রানার্সআপ হয়েছে দলটি। রিয়ালের কাছে দুইবার হারার আগে ১৯৭৩-৭৪ মৌসুমের ফাইনালে তারা হেরেছিল বায়ার্নের কাছে।

পাঁচবারের ইউরোপ সেরা বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে ওঠা ইউভেন্তুস এবার দুই দশকের শিরোপা খরা কাটাতে চায়। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জেতার পর লা লিগা চ্যাম্পিয়নদের মাঠে গোলশূন্য ড্র করে ইতালির অন্যতম সফল ক্লাবটি।

তাদের প্রতিপক্ষ মোনাকো শেষ আটে বরুসিয়া ডর্টমুন্ডকে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হারায়। 

ইউরোপা লিগের সেমিতে ম্যানইউর প্রতিপক্ষ সেল্তা

ইউরোপা লিগের সেমি-ফাইনালে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে স্পেনের সেল্তা ভিগোর বিপক্ষে। শেষ চারের অন্য ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম ও ফ্রান্সের ক্লাব লিঁও।