আর দুয়ো শুনতে চান না রোনালদো

মাঠে ঠোঁটে আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন। পরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পরও ক্রিস্তিয়ানো রোনালদো তাকে উদ্দেশ্য করে সমর্থকদের দুয়ো দেওয়া বন্ধ করতেও অনুরোধ করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 04:01 PM
Updated : 19 April 2017, 04:01 PM

২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে দলটির প্রায় সাফল্যের অন্যতম কারিগর এই পর্তুগিজ ফরোয়ার্ড। ক্লাবের ইতিহাসের সেরা গোলদাতাও তিনি। তারপরও মাঝে মাধ্যেই সমর্থকদের দুয়ো শুনতে হয় তাকে।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের ম্যাচেও তাকে দুয়ো দেয় স্বাগতিক কিছু সমর্থক। পরে অবশ্য দৃশ্যপট পাল্টে যায়। দারুণ এক হ্যাটট্রিক করে দলকে ৪-২ গোলে জেতান তিনি।

দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে শেষ চারে ওঠে রিয়াল। এই ছয় গোলের পাঁচটিই করেন রোনালদো। গত সপ্তাহে বায়ার্নের মাঠে পিছিয়ে পড়া দলকে দুই গোল করে জিতিয়েছিলেন।

ম্যাচের পর স্পেনের টিভি আন্তেনা থ্রিকে রোনালদো বলেন, “আমি শুধু চাই, তারা আমার উদ্দেশ্যে শিস না দিক। আমি সবসময় আমার সেরাটা দেই। আমি পরিশ্রম করি এবং রিয়াল মাদ্রিদকে সাহায্য করি। তাদেরকে আমি চুপ করতে বলিনি-কখনও না।”

“তবে আমি ইতিবাচক দিকগুলো নিয়েই আছি। দল দারুণ করেছে, আমরা ভালো খেলেছি এবং অবশ্যই আমি গোলগুলোর জন্য খুশি।”