ইউনাইটেডের মাঠে হারের দায় নিলেন চেলসি কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়েছেন কোচ আন্তোনিও কোন্তে। এই ম্যাচে জেতানোর জন্য দলকে অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন ইতালিয়ান এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 11:58 AM
Updated : 17 April 2017, 11:58 AM

রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারে চেলসি। এর আগে ব্লুজ নামে পরিচিত দলটি সব ধরনের প্রতিযোগিতায় গত ১২ ম্যাচে তাদের কাছে হারেনি।

এই হারে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সঙ্গে চেলসির পয়েন্ট ব্যবধান এখন ৪।

ম্যাচের পর চেলসি কোচ বলেন, “আমরা একটা ম্যাচ ভালো খেলতে পারিনি এবং ইউনাইটেড ম্যাচটি জয়ের যোগ্য ছিল। তারা বেশি আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্খা, প্রেরণা দেখিয়েছে। এক্ষেত্রে দোষটা কোচের।”

চেলসি লিগে গত চার ম্যাচের দুটিতে হারায় শিরোপার লড়াই দারুণ জমিয়ে তুলেছে টটেনহ্যাম। গত সাত ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী শনিবার এফএ কাপের সেমি-ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

মৌসুমের শেষদিকে এসে দলের এমন পারফরম্যান্সে উদ্বিগ্ন চেলসি কোচ, “আমাদের এক সঙ্গে কাজ করতে হবে এবং এই শিরোপা জিততে দ্রুতই সঠিক প্রেরণা খুঁজে বের করতে হবে। টটেনহ্যাম ভালো ফর্মে আছে এবং উদ্যম নিয়ে খেলছে। আমাদের অবশ্যই একইরকম উদ্যোম পেতে হবে।”