রিয়ালেই থাকার ইঙ্গিত ইসকোর

বিবিসি ত্রয়ীর অনুপস্থিতিতে স্পোর্তিং গিহনের মাঠে রিয়াল মাদ্রিদকে জেতানো ইসকো জানিয়েছেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে অনেক বছর থাকতে চান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 09:22 AM
Updated : 16 April 2017, 09:22 AM

গত শনিবার দুই বার পিছিয়ে পড়েও স্পোর্তিং গিহনকে বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো।

নিয়মিত খেলার সুযোগ না পাওয়া ইসকোর চলতি মৌসুম শেষে রিয়াল ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে পারেন বলে গুঞ্জন চলছে। রিয়ালের সঙ্গে তার ছয় বছরের নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়েও চলছে আলোচনা। গিহনের বিপক্ষে আলো ছড়ানোর পর স্পেনের এই আক্রমণাত্মক মিডফিল্ডার মার্কাকে নিজের চাওয়াটা জানিয়ে রাখলেন।

“আমি সবসময় পরিষ্কার করেছি যে, আমি এখানেই অনেক বছর থাকতে চাই। জানি না, আমার আরও বেশি খেলতে চাওয়ার বিষয়টি কেন মানুষকে বিস্মিত করে।”

“আমি অনেক বছর মাদ্রিদে থাকতে চাই। ক্লাব এবং আমি এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি।”

চলতি লিগে এ নিয়ে ১৫তম ম্যাচে জিদানের শুরুর একাদশে ঠাঁই পেলেন ইসকো। তরুণ এই আক্রমণাত্মক মিডফিল্ডারকে নিয়মিত সুযোগ দিতে না পারায় হতাশার কথা জানিয়েছেন খোদ রিয়াল মাদ্রিদ কোচও। তবে কোচের সিদ্ধান্তের প্রশংসা করেছেন ইসকো।

“জিদান লাইন-আপ তৈরি করেন। তিনি অসাধারণভাবে স্কোয়াডটা চালাচ্ছেন। তিনি যে খুবই ভালো করছেন, এই জয় তারই প্রমাণ।”

“আমি জানি, বিশ্বের সেরা দলটায় আছি এবং আমি সেরা কাজটা করার চেষ্টাই করব।”