রিয়ালের পরের ম্যাচে নেই বেল

চোটের কারণে লা লিগায় স্পোর্তিং গিহনের বিপক্ষে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচে থাকছেন না গ্যারেথ বেল। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ওয়েলসের এই ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিচ্ছেন না দলটির কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2017, 03:35 PM
Updated : 14 April 2017, 04:43 PM

শনিবার স্বাগতিক গিহনের মুখোমুখি হবে রিয়াল। তিন দিন পর নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে জিদানের দল। এরপর ২২ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে তারা।

গুরুত্বপূর্ণ এই সময়েটাতে বেলের চোটে চিন্তিত রিয়াল কোচ।

বায়ার্নের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগের দ্বিতীয়ার্ধে কাফে চোট পান বেল। তার জায়গায় মাঠে নামানো হয় মার্কো আসেনসিওকে। মৌসুমের এই সময়ে তারকা এই শিষ্যর চোট ভাবিয়ে তুলেছে জিদানকে।

শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গিহনের বিপক্ষে গ্যারেথ আমাদের সঙ্গে থাকছে না, এটা পরিষ্কার।”

“এটা সত্যি আমি উদ্বিগ্ন। কারণ, আমি খেলোয়াড়দে চোটে পড়াটা দেখতে চাই না, বিশেষ করে মৌসুমের শেষ সময়টায়। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না।”

বেল কবে নাগাদ সেড়ে ওঠতে পারে সেটা নিয়েও পরিষ্কার কিছু বলেননি ফরাসি এই কোচ।

“এটার পর (গিহনের বিপক্ষে ম্যাচ) আমরা দেখবো কী ঘটে। … সে আমাদের সঙ্গে থাকবে না এবং আমরা দেখি আগামী মঙ্গলবার কী হয়। আমরা আশা করি, শিগগিরই সে আমাদের সঙ্গে ফিরবে।”