চীনা কোম্পানির মালিকানায় গেল এসি মিলান

ইতালির সেরি আর ক্লাব এসি মিলানের মালিকানা কিনে নেওয়ার প্রক্রিয়া শেষ করেছে চীনের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 04:11 PM
Updated : 13 April 2017, 04:11 PM

৭৪ কোটি ইউরোয় ঐতিহ্যবাহী ক্লাবটি কিনে নেয় রোসোনেরি স্পোর্টস ইনভেস্টমেন্ট লাক্স নামের প্রতিষ্ঠানটি।

১৯৮৬ সাল থেকে এসি মিলানের মালিকানা ছিল ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির। এই সময়ে ক্লাবটি আটবার সেরি আ শিরোপা ও পাঁচবার ইউরোপীয়ান কাপ জিতেছে।

কিন্তু ২০১১ সালের পর আর সেরি আ শিরোপার জিততে পারেনি মিলান। গত তিন মৌসুমে লিগ টেবিলে ক্লাবটির অবস্থান ছিল যথাক্রমে সপ্তম, দশম ও অষ্টম।

চলতি মৌসুমে শীর্ষে থাকা ইউভেন্তুসের চেয়ে ২০ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে মিলান।