চোট শঙ্কায় বেলকে তুলে নিয়েছিলেন জিদান

চোট নিয়ে উদ্বেগের কারণেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে গ্যারেথ বেলকে তুলে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 03:34 PM
Updated : 13 April 2017, 03:34 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে স্বাগতিকদের ২-১ গোলে হারায় রিয়াল।      

ম্যাচের ৫৯ মিনিটে ওয়ালশ তারকা বেলকে তুলে নেওয়া হয়। এ ব্যাপারে রিয়াল কোচ জানান, প্রথমার্ধে ভালো বোধ করছিলো না এই উইঙ্গার। চোটের উদ্বেগ থেকেই তার জায়গায় মাঠে নামানো হয় মার্কো আসেনসিওকে।

গোড়ালির গাঁটের চোট কাটিয়ে দীর্ঘ দিন পর ফেব্রুয়ারিতে মাঠে ফেরেন বেল।

জিদান বলেন, “আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। সে খুব ভালো বোধ করছে না, তবে আমরা আশা করছি, এটা বড় কিছু না।”

বেলের বদলি নেমে দারুণ খেলেছেন আসেনসিও। রোনালদোর দ্বিতীয় গোলটিতে বড় অবদান ছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারের। এই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের।    

সংবাদ মাধ্যমের খবর, বেলের অবস্থা খুব খারাপ নয়। পরের ম্যাচে তাকে দেখা যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচের আগে মাদ্রিদে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে রিয়াল শনিবার লা লিগার ম্যাচে লড়বে স্পোর্তিং গিহনের বিপক্ষে। পরের সপ্তাহে বার্সেলোনার মুখোমুখি হবে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষের দল।