বিস্ফোরণে ডর্টমুন্ডের বাস ক্ষতিগ্রস্ত, খেলা পেছাল

বরুসিয়া ডর্টমুন্ড দলের বাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2017, 06:56 PM
Updated : 11 April 2017, 07:36 PM

জার্মানির দলটি জানিয়েছে, মঙ্গলবার রাতে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে এই বিস্ফোরণে দলের স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা আহত হয়েছে। বার্সেলোনার সাবেক এই ফুটবলারকে হাসপাতালে নেওয়া হয়েছে।
 
ডর্টমুন্ড এক টুইটে জানায়, “হোটেলের কাছে টিম বাসে একটি বোমা বিস্ফোরিত হয়।”
 
ডর্টমুন্ড শহরের পুলিশ জানায়, টিম বাসের আশপাশে তিনটি বিস্ফোরণ হয়েছে। বাসের জানালার কাঁচ ভেঙে গেছে এবং একজন আহত হয়েছে।
 
মঙ্গলবার রাতের অন্য কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা-ইউভেন্তুস ম্যাচটি ঠিক সময়েই শুরু হয়েছে।