নেইমারকে পিএসজিতে চান ভেরাত্তি

নেইমারকে তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির সমপর্যায়ের মনে করছেন মার্কো ভেরাত্তি। ব্রাজিলিয়ান এই তারকাকে নিজের দলে টানতে চান পিএসজির এই ইতালিয়ান মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2017, 12:53 PM
Updated : 11 April 2017, 12:53 PM

নেইমারকে দলে নিতে একাধিকবার চেষ্টা করেও পায়নি পিএসজি। ২০১৬ সালের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেন এই ফরোয়ার্ড, যা শেষ হবে ২০২১ সালে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে নৈপুণ্য দেখানো নেইমারে অভিভূত ইতালির ভেরাত্তি। বিন স্পোর্টসকে তিনি বলেন, “আমি যদি পিএসজির জন্য একজন খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারতাম, সেটা হতো নেইমার। সে এখনও তরুণ একজন খেলোয়াড় এবং বার্সার বিরুদ্ধে আমরা যে দুটি ম্যাচ খেলেছিলাম তাতে সে দারুণ ছিল।”

“এই মৌসুমে সে সামনের দিকে দারুণ একটি ধাপ এগিয়েছে। সে মেসির সমপর্যায়ে আছে। আমার মতোই তার বয়স এবং ভবিষ্যতে সে বড় মাপের একজন খেলোয়াড় হতে পারে।”

নেইমার চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন। এর মধ্যে চারটি গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগে।