‘মালাগার বিপক্ষে জিততেই হবে বার্সার’

পয়েন্ট টেবিলের নীচের দিকের দল মালাগা। ফুটবল ঐতিহ্য আর শক্তির বিচারে তাদের চেয়ে যোজন যোজন এগিয়ে বার্সেলোনা। কিন্তু মুখোমুখি লড়াইয়ের গত কয়েক ম্যাচের ফল আর মৌসুমের শেষ পর্যায়ে এসে ‘পুঁচকে’ দলটির বিপক্ষেই বাড়তি সতর্ক থাকতে হচ্ছে লুইস এনরিকে দলকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2017, 04:24 PM
Updated : 7 April 2017, 04:25 PM

২০১৫ সালে লুইস এনরিকে দায়িত্ব নেওয়ার পর থেকে মালাগার বিপক্ষে পাঁচবারের দেখায় মাত্র দুটিতে জিতেছে বার্সেলোনা। এবার লিগে প্রথম পর্বে ঘরের মাঠে দলটির সঙ্গে গোলশূন্য ড্র করে কাতালান ক্লাবটি।

লিগ টেবিলে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২ পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে।

এমন অবস্থায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা ধরে রাখতে এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের উপর চাপ বজায় রাখতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার। কোচ এনরিকের কণ্ঠেও তাই সংকল্প।

“মালাগার বিপক্ষে আমাদের জিততেই হবে। কারণ না জিতলে আমাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।”

কয়েকদিন পর রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলতে যাবে বার্সেলোনা। তবে এখনই ওই ম্যাচ নিয়ে ভাবতে চান না এনরিকে।

“আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি সেদিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত- সেটা হলো মালাগায় ৩ পয়েন্ট পাওয়া। অন্য বিষয় আমরা পরে দেখব। সরাসরি প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে মূল হলো মালাগা ম্যাচ।”

শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মালাগার মাঠে খেলতে নামবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।