মৌসুম শেষ বার্সার রাফিনিয়ার

হাঁটুর চোটের কারণে চলতি মৌসুমের বাকিটা সময় আর খেলা হচ্ছে না বার্সেলোনার মিডফিল্ডার রাফিনিয়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2017, 04:18 PM
Updated : 7 April 2017, 04:18 PM

শুক্রবার রাফিনিয়ার হাঁটুতে অস্ত্রোপচারের পর বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে ব্রাজিলের এই ফুটবলারের চার মাস সময় লাগবে।

এপ্রিলের শুরুতে লা লিগায় গ্রানাদার বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলের জয়ের ম্যাচে হাঁটুতে  বড় ধরনের আঘাত পান রাফিনিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করাতেই হয় ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের।

ট্রেবল জয়ের সম্ভাবনা ধরে রাখতে লড়ে যাচ্ছে বার্সেলোনা। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এমন খবর কোচ লুইস এনরিকের জন্য একটি ধাক্কা।

চলতি মৌসুমে রাফিনিয়া বার্সেলোনার হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৭টি। গত মৌসুমেও চোটের কারণে বেশিরভাগ ম্যাচ খেলতে পারেননি তিনি।   

কাতালান ক্লাবটি শনিবার লা লিগায় মালাগার মুখোমুখি হবে। এদিন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ খেলবে নগর প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের সঙ্গে।