'মেসির যোগ্য উত্তরসূরি নেইমার'

নেইমার বার্সেলোনায় সেরা তারকা লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন বলে মনে করেন সেভিয়া কোচ হোর্হে সামপাওলি। তার মতে, কাম্প নউয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের জায়গা নিতে প্রস্তুত ব্রাজিলের ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 01:42 PM
Updated : 6 April 2017, 05:37 PM

লা লিগায় বুধবার সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। নিজেদের মাঠে ম্যাচটিতে জোড়া গোল করেন মেসি, অপরটি করেন লুইস সুয়ারেস।

চলতি লিগে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত নেইমার গোল করেছেন ৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি। তবে এইসব সংখ্যা দলে নেইমারের প্রভাব বোঝাতে যথেষ্ট নয়। প্রতি ম্যাচেই তার পারফরম্যান্স আলাদা করে নজর কাড়ে। প্রতিপক্ষের রক্ষণভাগকে এলোমেলো করে দিতে তার জুড়ি মেলা ভার।

সাম্পাওলির বিশ্বাস, বিশ্বসেরা ফুটবলারের জায়গা নিতে প্রস্তুত নেইমার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সে মেসির যোগ্য উত্তরসূরি এবং বড় কিছুর পথে আছে সে। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো।"