বার্সা ছাড়ার পর বিশ্রামে যাবেন এনরিকে

মৌসুম শেষে বার্সেলোনাকে বিদায় বলে দেওয়ার পর পেপ গুয়ার্দিওলার মতো বিশ্রাম নেওয়ার পরিকল্পনা আছে লুইস এনরিকের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 07:20 AM
Updated : 5 April 2017, 07:20 AM

ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ গুয়ার্দিওলাও বার্সেলোনা ছেড়ে বায়ার্ন মিউনিখের হাল ধরার আগে এক মৌসুম বিশ্রাম নিয়েছিলেন।

গত তিন বছরে এনরিকের অধীনে অনেক সাফল্য পেয়েছে বার্সেলোনা। ৪৬ বছর বয়সী এই কোচের অধীনে কাতালান দলটি একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি করে লা লিগা ও স্প্যানিশ কাপ জিতেছে।

শোনা যাচ্ছে, বার্সেলোনা ছাড়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের হাল ধরতে পারেন এনরিকে। তবে স্পেনের এই কোচ নিশ্চিত করেছেন, বিশ্রামের আগে এসব নিয়ে ভাববেন না তিনি।

“আমি আমার ঘর বার্সেলোনা ছাড়তে যাচ্ছি, যেখানে ক্লাব এবং খেলোয়াড়দের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে...আমি ছেড়ে যাচ্ছি আসলে পুরোপুরি ক্লান্তির কারণে।”

“আমার এই ক্লান্তি কাটিয়ে ওঠা দরকার। অন্য কোনো দল নিয়ে ভাবছি না। এক বছর লেগে যাবে ক্লান্তি কাটাতে। এখন যেটা বাকি, সেটা হলো, নিজেদের লক্ষ্যগুলো অর্জন করে মৌসুমটা শেষ করা।”

লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। বুধবার রাতে সেভিয়ার বিপক্ষে খেলবে তারা।