ফার্গুসনের জন্যই ৭ নম্বর জার্সি: রোনালদো

ক্যারিয়ারের শুরু ২৮ নম্বর জার্সি পরে, ম্যানচেস্টার ইউনাইটেডে এসে পেলেন ৭ নম্বর। ধীরে ধীরে ক্রিস্তিয়ানো রোনালদো হয়ে উঠলেন আজকের 'সিআর সেভেন'। ক্যারিয়ারের চূড়ায় বসে পর্তুগিজ ফরোয়ার্ড জানালেন, কিংদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের বলাতেই এই জার্সি পরেছিলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2017, 11:41 AM
Updated : 4 April 2017, 11:45 AM

বিষয়টি শুরুতে বিস্ময়কর লেগেছিল রোনালদোর। কেননা ইউনাইটেড শিবিরে ৭ নম্বর জার্সি মানে অনেক কিছু। এই জার্সি পড়ে খেলেছেন জর্জ বেস্ট, এরিক কান্তোনা ও ডেভিড বেকহ্যামের মতো ফুটবলাররা!

সম্প্রতি এক প্রচারণামূলক অনুষ্ঠানে গিয়ে রোনালদো শোনান এই জার্সি পরার পেছনের গল্প। ইউনাইটেডে প্রথমদিকে তার জন্য ২৮ নম্বর জার্সি রাখা হয়েছিল। পেশাদার ক্যারিয়ারের শুরুর ক্লাব স্পোর্তিং লিসবনেও তাই পরতেন। কিন্তু ফার্গুসন তাকে বলেন, ৭ নম্বর পরতে।

"দেখ, আমি চাই, তুমি ৭ নম্বর জার্সি পরো।"

"আমি অবাক হয়েছিলাম। কারণ আমি জানতাম, সব গ্রেট খেলোয়াড়রা এই জার্সি পরেছে।"

লিসবন থেকে ২০০৩ সালে ম্যানচেস্টারে আসার সময় রোনালদোর বয়স ছিল মাত্র ১৮। ক্লাবটির হয়ে পাঁচ বছরে প্রিমিয়ার লিগের তিনটি ও চ্যাম্পিয়ন লিগের একটি শিরোপা জিতেন তিনি।

২০০৯ সালে ৯ কোটি ৪০ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদে আসার আগে ইংল্যান্ডের ক্লাবটির হয়ে প্রথমবার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন তারকা এই ফরোয়ার্ড।

ওল্ড ট্র্যাফোর্ডে সময়টা দারুণ কাটিয়েছেন বলে জানালেন রোনালদো।  

"এটা ছিল ফুটবলে আমার সফল ধাপের শুরু। (ওখানে) আমি কেবল আমার ফুটবল দক্ষতার উন্নতিই করিনি, আমার শারীরিক উন্নতিও হয়েছিল।"

"সেখানে (ইউনাইটেডে)পাঁচ বছরে আমি ফুটবলের শিল্পটা শিখেছি। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। এটা আমার জন্য ছিল একটি স্বপ্ন।"