ইউভেন্তুসকে রুখে দিল নাপোলি

সান পাওলোয় ফেরাটা সুখকর হয়নি গনসালো হিগুয়াইনের। নিজে গোল পাননি, দলও পায়নি জয়ের দেখা। ম্যাচের শুরুতে ইউভেন্তুস এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তাদের ১-১ এ রুখে দিয়েছে নাপোলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2017, 09:27 PM
Updated : 2 April 2017, 09:27 PM

নাপোলির হয়ে সেরি আয় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া হিগুয়াইন গত জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেন। তারপর এবারই প্রথম পুরনো ঠিকানায় ফিরেন তিনি; তবে শত্রু হিসেবে।

ইউভেন্তুসের হয়েও বেশ ভালো ফর্মে আছেন আর্জেন্টিনার স্ট্রাইকার; এখন পর্যন্ত লিগে করেছেন ১৯ গোল। তবে সাবেক দলের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি।

অবশ্য সামি খেদিরার নৈপুণ্যে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে গিয়েছিল ইউভেন্তুস। মিরালেম পিয়ানিচের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে নীচু শটে জালে জড়ান জার্মানির এই মিডফিল্ডার।

৬০তম মিনিটে গোলটি শোধ করে দেয় নাপোলি। ড্রিস মের্টেন্সের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডান কোনা দিয়ে লক্ষ্যভেদ করেন মারেক হামসিক।

এই ড্রয়ের পর শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৩০ ম্যাচে ৭৪। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রোমা। নাপোলির পয়েন্ট ৬৪।