মেসির কোচ হওয়ার স্বপ্ন সামপাওলির

লিওনেল মেসির মতো ফুটবলারের কোচ হওয়ার খুব ইচ্ছা হোর্হে সামপাওলির। বার্সেলোনায় লুইস এনরিকের স্থলাভিষিক্ত হতে চাওয়ারও ইঙ্গিত দিয়েছেন সেভিয়ার এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2017, 04:22 PM
Updated : 31 March 2017, 04:22 PM

চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন এনরিকে। গুঞ্জন আছে, কাতালুনিয়ার ক্লাবটির সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে সামপাওলির। তাকে নিয়ে গুঞ্জন আছে আর্জেন্টিনা জাতীয় দলেও। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এডগার্দো বাউসার জায়গায় কোনো পরিবর্তন আনলে সে জায়গায় দেখা যেতে পারে তাকে।

সেভিয়ার সঙ্গে সামপাওলির বর্তমান চুক্তি শেষ হবে ২০১৮ সালের জুনে। এর আগেই লা লিগার ক্লাবটি চুক্তি বাড়ানোর প্রস্তাব দিলেও তা এখনো গ্রহণ করেননি আর্জেন্টিনার এই কোচ। ফলে তার ভবিষ্যত ঠিকানা নিয়ে গুঞ্জনটা আরও তীব্র হচ্ছে। 

এসব গুঞ্জনের মাঝেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানালেন সামপাওলি।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম দিয়ারিও ওলেকে তিনি বলেন, “আমার স্বপ্ন মেসির দায়িত্বে আসা, প্রতিদিন টাচলাইনে থেকে তাকে দেখা। সবসময় এতো কাছে থেকে মেসিকে দেখা অসাধারণ একটি স্বপ্ন।”

“মেসির যে ফর্মে আছে তা অবিশ্বাস্য। কে না চাইবে তার কোচ হতে?”