আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ব্রাজিল

আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে যাচ্ছে সবার আগে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠা ব্রাজিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 04:11 PM
Updated : 1 May 2017, 12:54 PM

সাত বছরের মধ্যে প্রথম বারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উটছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ৬ এপ্রিল ফিফার পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশিত হবে। এই সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ে পরপর দুটি ম্যাচ জেতায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শীর্ষে ওঠা নিশ্চিত হয়ে গেছে।

তিতের অধীনে দারুণ ছন্দে থাকা ব্রাজিল দল টানা নয়টি ম্যাচ জিতেছে। সবশেষ বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ৩-০ ব্যবধানে হারায় দলটি। এর আগে গত শুক্রবার উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল।

প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলাও নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল।

১২ মাস শীর্ষে থাকার পর দ্বিতীয় স্থানে নেমে যাবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের অবস্থান ভালো নয়। সবশেষ ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে তারা।

ফিফা র‌্যাঙ্কিংয়ের তৃতীয় ও চতুর্থ স্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। যথাক্রমে থাকছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

বলিভিয়া ও একুয়েডরের বিপক্ষে জিতে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে কলম্বিয়া। ফলে র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচ দলের চারটিই থাকবে দক্ষিণ আমেরিকার।

ষষ্ঠ স্থানেই থাকবে গত শনিবার বিশ্বকাপ বাছাইপর্বে লাক্সেমবার্গকে ৩-১ গোলে হারানো ফ্রান্স। কলম্বিয়াকে জায়গা ছেড়ে সপ্তম স্থানে নেমে যাবে বেলজিয়াম। তিন বছরের মধ্যে এই প্রথম সেরা পাঁচের বাইরে চলে যাচ্ছে সাবেক শীর্ষস্থানধারীরা।

শীর্ষ দশে ঢুকতে যাচ্ছে সুইজারল্যান্ড। গত শনিবার লাটভিয়াকে ১-০ গোলে হারানো দলটি নবম স্থানে উঠে আসবে। অষ্টম স্থানে থাকবে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবং দশ নম্বরে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।