চোট পেয়ে মাঠের বাইরে বার্সার তুরান

চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন আর্দা তুরান। ফলে সেভিয়া ও ইউভেন্তুসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 01:30 PM
Updated : 29 March 2017, 01:30 PM

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক সূচি চলার সময় কুঁচকিতে চোট পান তুরস্কের এই মিডফিল্ডার। বিশ্বকাপ বাছাইপর্বে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু মলদোভার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি।

শুরুতে তার চোট গুরুতর কিছু নয় বলেই ধারণা করা হয়েছিল। কিন্তু বুধবার পরীক্ষার পর তার ছিটকে পড়ার খবর দেয় বার্সেলোনা।

আসছে সপ্তাহগুলোয় ক্লাবের ব্যস্ত সূচিতে হয়তো মোট ছয়টি ম্যাচে খেলতে পারবেন না তুরান।

আগামী রোববার গ্রানাদার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর তিন দিন পর লা লিগায় পরের ম্যাচে সেভিয়ার বিপক্ষে খেলবে কাতালান ক্লাবটি। লিগে পরের দুই রাউন্ডে বার্সেলোনার প্রতিপক্ষ মালাগা ও রিয়াল সোসিয়েদাদ। এর মাঝে ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের দুই লেগের লড়াইয়ে নামবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।