মেসির শাস্তির বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

মেসিকে দেওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তির বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 04:36 PM
Updated : 28 March 2017, 04:39 PM

চিলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে মঙ্গলবার আর্জেন্টিনা অধিনায়ককে প্র্রতিযোগিতামূলক চারটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করে ফিফা।
 
আর্জেন্টিনা জাতীয় দলের সেক্রেটারি হোর্হে মিয়াদসকি শাস্তির বিরুদ্ধে আপিল করা হবে বলে নিশ্চিত করেছেন। 
 
“যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে আমরা বিস্মিত। খেলার ঘণ্টাখানেক আগে বিষয়গুলো যেভাবে করা হয়েছে, তাতে আমরা ভীষণ ক্ষুব্ধ।”
 
“ফিফার শাস্তির বিরুদ্ধে আমরা আপিল করতে যাচ্ছি। কিছু অতীত উদাহরণ থেকে মনে করছি, শাস্তি কমতে পারে।”
“মেসি ব্যাথিত, আমরাও। বিষয়টা যেভাবে করা হয়েছে, তার সঙ্গে আমরা একমত নই।”
 
চিলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পেনাল্টি থেকে মেসির গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে মেসির বিরুদ্ধে ফাউলের নির্দেশ দেয় রেফারি। এরপর লাইন্সম্যানের উদ্দেশে বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডকে হাত নেড়ে ক্ষোভ প্রকাশ ও চিৎকার করতে দেখা যায়। ম্যাচ শেষে এই অফিসিয়ালের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান আর্জেন্টিনা অধিনায়ক।
 
নিষেধাজ্ঞার কারণে লা পাসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে খেলতে পারবেন না মেসি। তার বাকি তিন ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচগুলোয়।
 
চার ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি মেসিকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়।