মেসি, রোনালদোর সঙ্গে তুলনা পছন্দ নয় নেইমারের

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নিজের তুলনায় মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ড জানিয়েছেন, নিজের উন্নতির দিকেই কেবল মনোযোগ থাকে তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 08:18 AM
Updated : 28 March 2017, 08:18 AM

বর্ষসেরা ফুটবলারের গত নয় বছরের পুরস্কার জিতেছেন মেসি ও রোনালদো মিলে। ২০১৫ সালে তৃতীয় হয়েছিলেন বার্সেলোনার নেইমার। তবে অনেকের বিশ্বাস, ২৫ বছর বয়সী এই খেলোয়াড় শিগগিরই ব্যালন ডি’অর জিতবেন; ছাপিয়ে যাবেন মেসি-রোনালদোকেও। নেইমার অবশ্য এসব নিয়ে ভাবেন না বলেই জানিয়েছেন।

“এই বিষয় নিয়ে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আসলেই এগুলো পছন্দ করি না আমি।”

“তারা (মেসি ও রোনালদো) দুজন গ্রেট ফুটবলার, যারা গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে উঁচু মানের ফুটবল খেলছে। তাদের দুজনকে আমি পছন্দ করি; একজনের সঙ্গে তো প্রতিদিনই খেলি।”

বার্সেলোনা সতীর্থ মেসির প্রশংসা করার সঙ্গে নিজের উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার কথাও জানান নেইমার।

“যাদের সঙ্গে আমি খেলেছি, তাদের মধ্যে সে-ই সেরা এবং আমি তার কাছ থেকে শিখছি। … প্রতিদিনই আমি আরও ভালো (খেলোয়াড়) হতে চাই। গতকাল ভালো খেলেছি, আজ আমি আরও ভালো খেলতে চাই।”

“কারো চেয়ে ভালো হতে চাই না; প্রতিদিনিই আমি নিজেকে ছাপিয়ে যেতে চাই। আমি শুধু আরও ভালো হতে চাই।”