নেপালে চ্যাম্পিয়ন রাকিব-রানী

নেপালে এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব। মেয়েদের বিভাগে সেরা হয়েছেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 04:46 PM
Updated : 27 March 2017, 04:46 PM

কাঠমাণ্ডুতে সোমবার গ্র্যান্ডমাস্টার রাকিব নয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। জোনাল দাবায় প্রথম শিরোপা জেতা রাকিব নবম ও শেষ রাউন্ডে হারান নিজ দেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে।

৭.৫ পয়েন্ট নিয়ে উন্মুক্ত বিভাগে রানারআপ হওয়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান শেষ রাউন্ডে হারান স্বাগতিক নেপালের কেশব শ্রেষ্ঠাকে। ৬.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন স্বদেশি ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের সঙ্গে ড্র করা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।

মহিলা বিভাগে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রানী। নবম ও শেষ রাউন্ডে এই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার নেপালের কুশি মাতিনাকে হারান।

রানীর সমান ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে মহিলা বিভাগে রানার্সআপ হওয়া মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা শেষ রাউন্ডে জেতেন নেপালের সাবিনা শ্রেষ্ঠার বিপক্ষে।

৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা স্বাগতিকদের শান্তা থাপাকে হারিয়ে শেষ করেছেন টুর্নামেন্ট।

বাংলাদেশ দাবা ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, উন্মুক্ত বিভাগের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার রাকিব ২০১৭ সালে জর্জিয়াতে বিশ্বকাপ দাবায় ও মহিলা বিভাগের চ্যাম্পিয়ন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী ২০১৮ সালের বিশ্ব মহিলা দাবায় খেলার সুযোগ পাবেন।