সমালোচকদের জবাব দিয়েছে জিরুদ: দেশম

ক্লাব বা জাতীয় দল, কোথাও নিজেকে মেলে ধরতে পারছিলেন না অলিভিয়ে জিরুদ। তাতে সমালোচকরাও উঠে পড়ে লাগে। তবে বিশ্বকাপ বাছাইপর্বে লাক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল করে জবাবটা ভালোই দিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 01:17 PM
Updated : 26 March 2017, 01:22 PM

শনিবার রাতে লাক্সেমবার্গের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় ফ্রান্স। স্পটকিক থেকে অপর গোলটি করেন অঁতোয়ান গ্রিজমান।

আর্সেনালের হয়ে চলতি মৌসুম ভালো কাটছে না জিরুদের। শুরুর একাদশেও হারিয়েছেন জায়গা। এবারের প্রিমিয়ার লিগে মাত্র সাতটি ম্যাচে প্রথম একাদশে খেলেছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে আগের দুই ম্যাচেও গোল পাননি জিরুদ। তবে শিষ্যের প্রতি আস্থা হারাননি দেশম। প্রতিদান ভালোভাবেই দিলেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।

জিরুদের প্রসঙ্গে দেশম বলেন, "স্ট্রাইকারের সবসময়ই বড় দায়িত্ব থাকে- এটা অনেক সমালোচনা টানে। তবে কখনো কখনো এটা অন্যায়…।"

 

"আমি তার সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছিলাম। সে বুঝতে পারে, সে তার সেরাটা দিতে পারছে না। তাকে কিছু চোটেও ভুগতে হয়েছে। তবে সবকিছুর পরেও সে গোল করেছে। আমি তার ওপর আস্থা রেখেছিলাম কারণ আমি জানি, এই ধরণের ম্যাচে সে কী করতে পারে।"

এই দুই গোলে ফ্রান্সের সবচেয়ে বেশি গোল করাদের তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন জিরুদ। তার মোট গোল ২৩টি।

বাছাইপর্বে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স।