কাম্প নউয়ে ক্রুইফের মূর্তি

খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সেলোকে অনেক সাফল্য এনে দেওয়া ইয়োহান ক্রুইফের মূর্তি বসানো হচ্ছে কাম্প নউয়ের আঙিনায়। ডাচ এই কিংবদন্তির নামে একটি স্টেডিয়ামেরও নাম রাখছে কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 05:13 AM
Updated : 26 March 2017, 05:13 AM

২০১৬ সালের ২৪ মার্চে ৬৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ক্রুইফ। তার প্রথম মৃত্যুবার্ষিকীর এক দিন পর বার্সেলোনার পক্ষ থেকে এল এই ঘোষণা।

খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সেলোনার হয়ে ১৩টি শিরোপা জেতেন ক্রুইফ। খেলোয়াড় হিসেবে একটি করে লা লিগা ও স্প্যানিশ কাপ জেতার পর কোচ হিসেবে বার্সেলোনার শোকেসে ১১টি ট্রফি তোলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ১৯৯২ সালের ইউরোপিয়ান কাপ, যা এখন চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত। বার্সেলোনার সেটাই ছিল ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রথম মুকুট।

কিংবদন্তি এই ফুটবলারের নামে ‘বি’ টিমের স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত জানান বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ।

“আমরা অনুশীলন মাঠে যে স্টেডিয়াম তৈরি করছি, সেটা আর মিনিয়েস্তাদি থাকবে না, এখন থেকে সেটার নাম ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম।”

“ক্রুইফ আমাদের মাথা উঁচু করা শিখিয়েছিলেন এবং দেখতে শিখিয়েছিলেন, কোনোকিছুই অসম্ভব নয়।”

কাতালুনিয়ার ক্লাবটির হয়ে ক্রুইফের পরা ৯ নম্বর জার্সি এবং ১৯৭৪ সালে জেতা ব্যালন ডি’অর ট্রফি বার্সেলোনার জাদুঘরে প্রদর্শণীর জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন তার ছেলে ইয়োর্দি।