‘মেসি শুধু একজনই’

বার্সেলোনার ‘বি’ দলে মোটামুটি নিয়মিতই ছিলেন। কিন্তু মূল দলে সুবিধা করতে পারেননি। জেরার্দ দেউলোফেউয়ের বিশ্বাস লিওনেল মেসির সঙ্গে তুলনার কারণে প্রত্যাশার চাপ বেড়ে যাওয়ায় পেরে ওঠেননি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 04:09 AM
Updated : 26 March 2017, 04:09 AM

এসি মিলানে খেলা এই ফুটবলারের মতে মেসির সঙ্গে তুলনাটা ঠিক না কারণ, “মেসি শুধু একজনই।”

শৈশবের ক্লাব বার্সেলোনায় থাকার সময় এভারটন ও সেভিয়াতে ধারে খেলে বেড়ানো দেউলোফেউ ২০১৫ সালে পাকাপাকি ভাবে যোগ দেন প্রিমিয়ার লিগের দল এভারটনে। এভারটন আবার তাকে ধারে খেলতে পাঠিয়েছে এসি মিলানে।

বার্সেলোনার হয়ে ছয়টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন দেউলোফেউ।

২৩ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ড ফোরসা মিলানকে জানান, ক্যারিয়ারের শুরুর দিকে মেসির সঙ্গে তুলনায় তার ওপর বার্সেলোনা সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক। সে চাপেই পারেননি নিজেকে মেলে ধরতে।

“(তুলনাটা) ওটায় লাভের চেয়ে ক্ষতি হয়েছিল বেশি। সাধারণত আমি পত্রিকা পড়ি না কিন্তু আমি ওই শিরোনামটা ভালোভাবে মনে করতে পারি এবং এটা আমাকে কষ্ট দিতে থাকল। কেননা, আমার ওপর বার্সেলোনা সমর্থকদের অনেক অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল।”