বুফ্ফনের হাজার, স্পেন-ইতালির জয়

ক্যারিয়ারে সহস্রতম ম্যাচের মাইলফলক ছোঁয়ার দিনটাকে দারুণ এক জয়ে উদযাপন করেছেন জানলুইজি বুফ্ফন। বিশ্বকাপ বাছাইপর্বে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তার দেশ ইতালি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 10:21 PM
Updated : 24 March 2017, 10:35 PM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে স্পেনও। ইসরায়েলকে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দেশের হয়ে ১৬৮তম ম্যাচ খেলতে নামেন বুফ্ফন। ১৯৯৭ সালে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জাতীয় দলে অভিষেক হওয়া এই তারকার দেশকে ২০০৬ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল।

ক্লাব ও জাতীয় দল মিলে মোট ১ হাজার ম্যাচ খেলা বুফ্ফনের সিনিয়র ফুটবলে অভিষেক ১৯৯৫ সালে ক্লাব পার্মার হয়। দলটির হয়ে মোট ২২০টি ম্যাচ খেলেন তিনি। আর বর্তমান ক্লাব ইউভেন্তুসের হয়ে ৬১২ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

ঘরের মাঠ পালেরমোয় বুফ্ফনের অসাধারণ এই কীর্তি গড়া ম্যাচে দ্বাদশ মিনিটে রোমার তারকা মিডফিল্ডার দানিয়েলে দে রস্সির সফল স্পটকিকে এগিয়ে যায় ইতালি। আর ৭১তম মিনিটে হেডে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লাৎসিওর ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে।

বাছাইপর্বে প্রথম চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৫ বার বল পাঠানো স্পেন শুক্রবার গিহনে দুই অর্ধে দুটি করে গোল করে।

ত্রয়োদশ মিনিটে দাভিদ সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান ভিতোলো। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দিয়েগো কস্তা।

৭৬তম মিনিটে ব্যবধান কমান লিওর রাফায়েলভ। তবে তাতে ম্যাচের চিত্র এতটুকু পাল্টায়নি। ৮৮তম মিনিটে স্পেনের চতুর্থ গোলটি করেন ইসকো।

স্পেন ও ইতালি জয়ধারা ধরে রাখায় ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের প্রথম দুই স্থানে কোনো পরিবর্তন আসেনি। দুই দলের পয়েন্টই সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে স্প্যানিশরা।

প্রথম জয় পেয়েছে মেসিডোনিয়া। লিখটেনস্টাইনকে ৩-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।