নেপালে শীর্ষেই আছেন রাকিব-রানী

নেপালে এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব। মেয়েদের বিভাগেও শীর্ষেই আছেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 05:08 PM
Updated : 24 March 2017, 05:09 PM

কাঠমাণ্ডুতে শুক্রবার ষষ্ঠ রাউন্ডে উন্মুক্ত বিভাগে নিজ দেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে হারানো রাকিবের পয়েন্ট ৫।

ফিদে মাস্টার মাহফুজুর রহমানকে হারিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৪.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ষষ্ঠ রাউন্ডে হারিয়েছেন স্বাগতিক নেপালের ভগবতী প্রসাদ শর্মাকে।

টানা ছয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে মেয়েদের বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছেন রানী। ষষ্ঠ রাউন্ডে এই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার হারান স্বদেশি মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধূরীকে।

এছাড়া মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা শারমিন সিম্মীকে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা নেপালের পুনম প্রাসাইকে হারান। ৫ পয়েন্ট নিয়ে লিজা দ্বিতীয় ও ৩.৫ পয়েন্ট নিয়ে ইভা চতুর্থ স্থানে রয়েছেন।

মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন হেরেছেন শ্রীলঙ্কার সাউমি জায়নাবের কাছে।