নিয়ম ভাঙায় শাস্তি বার্সার

কাম্প নউয়ে পিএসজির বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পর লিওনেল মেসি-নেইমারদের উদযাপনের এক পর্যায়ে কিছু দর্শকও মাঠে ঢুকে পড়েছিল। এ কারণে কাতালান ক্লাবটিকে ১৯ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 07:36 PM
Updated : 24 March 2017, 10:28 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হারা বার্সেলোনা ফিরতি পর্বে ৬-১ গোলে জিতে সেরা প্রত্যাবর্তনের ইতিহাস গড়ে। গত ৮ মার্চ ঘরের মাঠে ওই ম্যাচের যোগ করা সময়ে সের্হি রবের্তোর গোলে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয় তাদের।

ম্যাচ শেষে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে পুরো বার্সেলোনা। এক পর্যায়ে প্রিয় তারকাদের সঙ্গে উদযাপনে যোগ দিতে মাঠে ঢুকে পড়ে কিছু দর্শক, যা ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার নিয়ম বিরোধী।

ম্যাচ চলার সময় দলটির খেলোয়াড়দের অশোভন আচরণের বিষয়টিও বিবেচনায় ছিল বলে জানিয়েছে উয়েফা। ওই ম্যাচে দলটির পাঁচজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি।